ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
কমলগঞ্জকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা  কমলগঞ্জ উপজেলার আশ্রয়ণ প্রকল্প। ছবি বাংলানিউজ

মৌলভীবাজার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দেন তিনি।

 

এ সময় প্রধানমন্ত্রী দেশজুড়ে ২৪টি মন্ত্রণালয়, বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫৭ প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।  

এদিন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন মৌলভীবাজার জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানেরও উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।  

এ সময় রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন করেন সদর উপজেলার শমসেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও।

এসব প্রকল্প উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌঁছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।  

এ সময় গণভবনের সঙ্গে ৬৪ টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারাদেশে ১০১টি প্রান্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রকল্পের উপকারভোগীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
বিবিবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।