ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তফসিল ঘোষণার পর রেললাইনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
তফসিল ঘোষণার পর রেললাইনে আগুন

গাজীপুর: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় আবর্জনা ও বাঁশ ফেলে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ট্রেন পরিষেবায় কোনো বিঘ্ন ঘটেনি। হয়নি কোনো হতাহতও।  

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ভূরুলিয়া রেললাইনে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, ভূরুলিয়া এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের ওপর কিছু আবর্জনা ও বাঁশের টুকরা ফেলে তার মধ্যে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিসের। পরে ওইসব আবর্জনা সরিয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আরএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।