ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
নোয়াখালীতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার সোনাইমুড়ী উপজেলায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। ঘটনাস্থল থেকে মই, সেলাই রেঞ্জ, স্ক্রু ড্রাইভার, প্লাস, ব্যাগ জব্দ করা হয়।

 

বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নদোনা ইউনিয়নের কালুয়াই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন জেলা শহরের মাইজদী বাজার এলাকার ভলুয়া কলোনীর পলাশ কাউন্সিলর বাড়ির মৃত এমাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার নদোনা ইউনিয়নের কালুয়াই গ্রামের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বৈদ্যুতিক পিলারে ট্রান্সমিটার চুরি করিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল পিলার থেকে টাইলসের রাস্তার ওপর পড়ে মারা যায়।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রাতে ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায় একদল চোর। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়লে মুখ থেতলে মারা যায় এক যুবক। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসএএইচ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।