ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাশকতা মামলায় ফুলবাড়ীর পৌর কাউন্সিলর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
নাশকতা মামলায় ফুলবাড়ীর পৌর কাউন্সিলর আটক

দিনাজপুর: নাশকতার মামলায় দিনাজপুরের ফুলবাড়ীর পৌর কাউন্সিলর হাসানুর রহমানকে (৪৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে ফুলবাড়ী থানার পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় পৌর শহরের রেলগেট বাজার থেকে তাকে আটক করা হয়।  

হাসানুর রহমান উপজেলার স্বজনপুকুর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। তিনি ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, গত ১ নভেম্বর বিএনপি নেতাকর্মীরা পৌর শহরের হাসপাতাল মোড়ে যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল ছুড়ে। এ ঘটনায় ওই দিন ফুলবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামাদের আসামি করা হয়। ওই নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, প্রাথমিক তদন্তে কাউন্সিলর হাসানুর রহমানের বিরুদ্ধে ফুলবাড়ী ও ঢাকায় নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।