ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

আদম তমিজির বিরুদ্ধে সাইবার আইনে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আদম তমিজির বিরুদ্ধে সাইবার আইনে মামলা

ঢাকা: রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে ব্যবসায়ী আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।  

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বুধবার (১৫ নভেম্বর) দক্ষিণখান থানায় মামলাটি করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।

মামলায় উল্লেখ করা হয়, আদম তমিজি হক একজন শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজ সেবক। তিনি এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

মামলা প্রসঙ্গে ওসি বলেন, মামলাটি সাইবার নিরাপত্তা আইনে হয়েছে। ফেসবুক, মোবাইল, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সে (আদম তমিজি হক) অপমান, অপদস্থ করেছে, রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছে। এর প্রেক্ষিতে কাউন্সিলর আনিছুর রহমান নাঈম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় তমিজি হককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া তার সঙ্গে থাকা সাঙ্গ-পাঙ্গদের (অজ্ঞাত) আসামি করা হয়েছে। কারা আদম তমিজি হকের সঙ্গে জড়িত সেটি বের করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।