ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
বগুড়ায় ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের ইউসুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নন্দীগ্রাম কোয়ালিটি ফিড থেকে একটি খালি ট্রাক নাটোরের উদ্দেশে যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক মোটরসাইকেল থেকে ইটপাটকেল ছুড়ে ট্রাকটির গতিরোধ করে। পরে তারা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন জানান, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। ট্রাকের সামনের কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।