ফেনী: সামাজিক কাজে আত্মনিয়োগ করে গাছ লাগানো ও মাদক বিরোধী স্লোগান প্রচারের শর্তে খালাস পেলেন ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে ইয়াবাসহ গ্রেপ্তার খোরশেদ আলম (৪৮) নামে এক অটোরিকশা চালক।
রোববার (১৯ নভেম্বর) ফেনীর জেষ্ঠ্য বিচারিক হাকিম অপরাজিতা দাস এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ খোরশেদ আলমকে আটক করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। তারপর থেকেই তিনি কারাগারে ছিলেন। এরপর আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে।
রোববার ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক অপরাজিতা দাস সামাজিক কাজে আত্মনিয়োগ করে গাছ লাগানো ও মাদক বিরোধী স্লোগান প্রচারের শর্তে খোরশেদকে খালাস দেন।
আসামিপক্ষের আইনজীবী খন্দকার মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, মাদকসেবী ও বিক্রেতাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে এই লঘু দণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসএইচডি/এমজে