টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার কাজ করতে ঢাকা থেকে আসা রিলিফ ট্রেনের বুমের সেন্সর বিকল হয়ে পড়েছে। ফলে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে আসে।
এর আগে ভোর পৌনে ৫টার দিকে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, রিলিফ ট্রেনের একটি সেন্সরে সমস্যা দেখা দেওয়ায় ক্রেনের বুম বের হচ্ছে না। এ কারণে লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে একটু বিলম্ব হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌনে ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসএম