ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড অংশে দুর্ঘটনায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী লেনে হিমালয় পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু হয়। পরে পুলিশ এসে গাড়ির চালক ও হেলপারকে আটক করে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) একেএম শরিফুদ্দিন জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ মর্গে পাঠিয়েছে। এ সময় ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।  

নিহতের নাম, পরিচয় জানতে পিবিআইকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান একেএম শরিফুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ