ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ফখরুল নামে এক যাত্রী।

তার বাড়ি হবিগঞ্জ জেলায়।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ পৈরতলা থেকে পুনিয়াউটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনি এক্সপ্রেস সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করছিল। ট্রেনটি দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকার মাঝামাঝি এলে কয়েকজন যুবক এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পাথরের আঘাতে এক যাত্রী আহত হন।  

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, কালনি এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় স্টপেজ নেই। ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়ায় শুধু আশুগঞ্জ ও আখাউড়ার আযমপুর স্টেশনে স্টপেজ আছে। পাথর নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।