ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাজেকে ট্রাক খাদে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
সাজেকে ট্রাক খাদে পড়ে চালক নিহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ট্রাক খাদে পড়ে চালক মনু মিয়া নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে উদয়পুর সীমান্ত সড়কের ছয়নালা ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার গোলজার আহম্মেদ।

নিহত ট্রাকচালক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাইস্যাছড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত হেলপার গুলজারকে উদ্ধার পাশের জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।