ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
মেঘনায় গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

চাঁদপুর: শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক (৬৭) নামে বৃদ্ধ মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে নামলে তিনি নিখোঁজ হন।

আব্দুর রাজ্জাক ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাজ্জাক মিয়া প্রতিদিনের মতো লঞ্চঘাট এলাকায় গিয়ে গোসল করতে নামেন। কিন্তু অনেক সময় পার হওয়ার পর বাড়িতে ফিরে না যাওয়ায় স্বজনরা তাকে নদীতে খুঁজতে আসেন। এরপর তার পরিধানের কাপড় নদীর পাড়ের পাওয়া যায়। স্বজন ও স্থানীয়দেরা ধারণা, বৃদ্ধ নদীতে তলিয়ে গেছেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, দুপুরে ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর স্বজনরা থানায় বিষয়টি অবগত করেন। এরপর দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারেননি।

তিনি আরও বলেন, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম আগামীকাল শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত বন্ধ রেখেছেন। সকাল ৮টার পর আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।