ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবালয়ে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
শিবালয়ে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার খোরশেদপুর এলাকার মৃত মুনশী কমর উদ্দিনের ছেলে।  

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, রফিকুল ফেরিতে উঠছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাপা দেওয়া ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।