ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৭ ঘণ্টা পর কিশোরগঞ্জে রেল চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
১৭ ঘণ্টা পর কিশোরগঞ্জে রেল চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জ: দীর্ঘ ১৭ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

রোববার (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান এ তথ্য জানান।

 

এর আগে শনিবার (২৫ নভেম্বর) বিকেলে গচিহাটা রেল স্টেশন এলাকায় কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানান, শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন দীর্ঘ ১৭ ঘণ্টার চেষ্টা পর লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

** কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩ 

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।