ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। ২০১৭ সালে যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি মারা যান।

২০১৫ সালে মেয়র নির্বাচিত হন আনিসুল হক। রাজধানীকে পরিচ্ছন্ন করার কিছু উদ্যোগ নিয়ে প্রশংসিত হন তিনি।

ডিএনসিসির সাবেক মেয়র প্রয়াত আনিসুল হক ১৯৫২ সালের ২৭ সেপ্টেম্বর নোয়াখালীর কবিরহাটে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে তিনি সপরিবারে লন্ডনে যান। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিকের রক্তনালির প্রদাহ) আক্রান্ত হন। ১৩ আগস্ট তাকে সেখানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।