ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলছিটিতে ইউএনও’র হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
নলছিটিতে ইউএনও’র হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ 

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. নজরুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী।  

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভার বৈচন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ওই এলাকার এক কৃষক তার দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ের সঙ্গে শুক্রবার পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ে দিচ্ছিলেন। জাল জন্ম নিবন্ধনে চলছিল বাল্যবিয়ের সব প্রস্তুতি। গোপন খবর পেয়ে ইউএনও নজরুল ইসলাম ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বর ও কনের বাবাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

ইউএনও মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।