ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
নড়াইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

নড়াইল: নড়াইল সদর উপজেলার তালতলা এলাকায় যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ছয়জন যাত্রী।  

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নামপরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যশোরগামী স্থানীয় পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন ছয়জন। আহতরা বেশিরভাগই লোকাল পরিবহনের যাত্রী ছিলেন। তাদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশ লোকাল বাসটি রেকার দিয়ে তুলামপুর হাইওয়ে থানায় নিয়ে যায়। এছাড়া হানিফ পরিবহনটিও জব্দ করেছে পুলিশ।  

হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বাংলানিউজকে বলেন, হানিফ পরিবহনটির অতিরিক্ত গতি থাকার কারণে এবং একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বিপরিতদিক থেকে আসা লোকাল বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। একজন চালক আহত এবং অন্যজন পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।