ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক বেগুনের ভেতর মিলল ১৬০০ ইয়াবা!

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
এক বেগুনের ভেতর মিলল ১৬০০ ইয়াবা!

ফেনী: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ। বেগুনের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করছিলেন তারা।

বুধবার (৬ ডিসেম্বর) পাঁচগাছিয়া বাজার এলাকায় যমুনা নামক বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন - কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়া পাড়ার বাসিন্দা ফারুক (২৫) ও টেকনাফের সাবরাংয়ের মনোয়ারা বেগম (৩৫)। পুলিশের ধারণা, আটক নারীর পেটেও ইয়াবা রয়েছে। তবে তা এক্স-রে করার পর জানা যাবে।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সড়কের ওইস্থানে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু সবজি পাওয়া যায়। পরবর্তী সেই সবজিগুলোর মধ্যে বেগুনের ভেতরে পাওয়া যায় ইয়াবাগুলো।  

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, আটক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার পেটে ইয়াবা আছে কি না পরীক্ষা করে দেখা হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এসএইচডি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।