ঢাকা: রাজধানীর আফতাবনগরে একটি কুকুরের মৃত্যুর ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রোমানা আফরোজ নামের এক নারী।
বুধবার (৬ ডিসেম্বর) কুকি নামের কুকুরটি হত্যা করা হয়েছে সন্দেহে ওই নারী এই জিডি করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন গাজী জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
জিডিতে রোমানা অভিযোগ করেন, এলাকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতণ্ডার কয়েক ঘণ্টা পর কুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কুকুরটিকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তিনি।
রোমানা উল্লেখ করেন, তিনি এলাকার ১০টি কুকুরের দেখাশোনা করেন, নিয়মিত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং খাওয়ান। কিন্তু এলাকার কিছু নিরাপত্তারক্ষী কোনো কারণ ছাড়াই প্রায়ই কুকুরগুলোকে লাঠি দিয়ে মারেন। তিনি এর প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষীরা কুকুরের ক্ষতি করা হবে তাকে হুমকি দেন।
রোমানা জানান, বুধবার সকাল ৭টার দিকে রোমানা কুকুরগুলোকে খাওয়াতে গেলে তাদের মধ্যে একটিকে খুঁজে পাননি। তখন নিরাপত্তারক্ষীদের কুকুরটির বিষয়ে জিজ্ঞাসা করলে তারা প্রথমে কিছু স্বীকার করেনি। পরে তারা জানায়, কুকুরটি ট্রাকচাপায় মারা গেছে। অনেক খোঁজাখুঁজির পর এলাকার এম ব্লকের পেছনে কুকুরের মৃতদেহ পান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
পিএম/এসএএইচ