ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে বাস খাদে, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
দাউদকান্দিতে বাস খাদে, আহত ৩০

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর দিঘিরপাড় এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের যাত্রীবাহী একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উদ্ধার তৎপরতা চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক লেনে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল।  

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।