ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৬৫ কেজি গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
ভৈরবে ৬৫ কেজি গাঁজাসহ কারবারি আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ মো. আলমগীর (৩২) নামে এক কারবারিকে

আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প।

 

আটক আলমগীর নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বানিয়াকান্দা এলাকার মৃত লাল মিয়া ফকিরের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি পিকআপভ্যানে তল্লাশি করে ৬৫ কেজি গাঁজা জব্দসহ কারবারি মো. আলমগীরকে আটক করা হয়। এ  ঘটনায়  ভৈরব থানায় মাদক মামলা দায়ের পূর্বক আলমগীরকে হস্তান্তর প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।