ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ১০ নারী পেলেন বেগম রোকেয়া জয়িতা সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
মাগুরায় ১০ নারী পেলেন বেগম রোকেয়া জয়িতা সম্মাননা

মাগুরা: মাগুরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ১০ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জয়িতাদের সম্মাননা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, জেলা পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদিরসহ অন্যরা।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, সমাজ উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন যে নারী। এমন ৫টি বিষয়ের ওপর জেলার ১০ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।