মাদারীপুর: শনিবার (৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে মাদারীপুরের সর্বত্র ঘন কুয়াশা জেঁকে বসেছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে গাঢ় কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রোববার ভোর থেকেই জেলার সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। তাছাড়া ভোর থেকে যানবাহন অন্যান্য দিনের চেয়ে সীমিত রয়েছে। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে বলে চালকেরা জানিয়েছেন। সকালেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। ভোরে কুয়াশা ও শীত থাকায় ঘরের বাইরে সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের চেয়ে কম রয়েছে। গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও কম। এছাড়া গ্রামীণ সড়কে অন্যান্য দিনের চেয়ে থ্রি-হুইলারও কম দেখা গেছে।
পরিবহন চালক মো. আবু কালাম নামের এক ব্যক্তি বলেন, কুয়াশার কারণে ঠিকমতো সামনে দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হচ্ছে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে ভোর থেকেই মহাসড়কে যানবাহন চলাচল সীমিত রয়েছে। দূরপাল্লার পরিবহন চলাচলে ধীর গতি দেখা যাচ্ছে। সড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।
গত সপ্তাহের ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শেষে গত শুক্রবার থেকেই কুয়াশাভাব বিরাজ করছে। গতকাল শনিবার কুয়াশা কম থাকলেও দুপুর পর্যন্ত রোদের দেখা মেলেনি। রোববার ভোর থেকেই ঘন কুয়াশায় চারপাশ ঢেকে আছে। দেখা নেই রোদের। শীত মৌসুমে এই ঘন কুয়াশা বেশ দুর্ভোগই বয়ে আনে মানুষের জন্য।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
আরএ