ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানবাধিকারকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ঢাকার ১৪ দূতাবাসের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
মানবাধিকারকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ঢাকার ১৪ দূতাবাসের

ঢাকা: ঢাকার ১৪টি কূটনৈতিক মিশন মানবাধিকারকর্মী ও মৌলিক স্বাধীনতার পক্ষে কাজ করে এমন ব্যক্তিদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।  

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এই অঙ্গীকারের কথা বলেছে ১৪টি মিশন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আজ (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস। যারা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং সবার জন্য সমতা রক্ষা ও এগিয়ে নিতে কাজ করেন এবং মানবাধিকার রক্ষা ও প্রসারে গণতন্ত্রের মৌলিক ভূমিকা যারা তুলে ধরেন—মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীতে আমরা তাদের প্রতি আমাদের সমর্থন ও সংহতি পুনর্নিশ্চিত করছি। মানবাধিকারের সর্বজনীন ঘোষণার নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট আছে।

অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মিশন এই বিবৃতি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।