ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চড়া দামে পেঁয়াজ বিক্রি: মাদারীপুরে ২ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
চড়া দামে পেঁয়াজ বিক্রি: মাদারীপুরে ২ দোকানিকে জরিমানা

মাদারীপুর: ন্যায্যমূল্য না নিয়ে চড়া দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে মাদারীপুরে দুই দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরান বাজারের পাইকারি আড়তে যৌথ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলার বিভিন্ন হাট-বাজারে চড়া বেশি দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে, এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় সত্যতা পাওয়ায় জেলা শহরের পুরান বাজারের পাইকারি আড়ত আরিয়ান ভাণ্ডারের মালিক কাজী আতাউরকে পাঁচ হাজার টাকা ও খুচরা দোকানি জিন্নাত সরদারকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার।  

অভিযান শেষে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বাবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ভোক্তার স্বার্থে নিয়মিত অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।