ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আনসার বাহিনীর নির্বাচনি প্রশিক্ষণ ১৫ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
আনসার বাহিনীর নির্বাচনি প্রশিক্ষণ ১৫ ডিসেম্বর

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রতিরক্ষা বাহিনীকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

ইতোমধ্যে বাহিনীটির সব বিভাগের পরিচালক ও জেলা কমান্ড্যান্টদের চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল বিভাগের পরিচালক এবং সব জেলার জেলা কমান্ড্যান্টদের দিনব্যাপী প্রশিক্ষণ আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে প্রতি বিভাগ থেকে একজন পরিচালক এবং প্রতি জেলা থেকে একজন জেলা কমান্ড্যান্ট তাতে অংশগ্রহণ করবেন। সকাল ৯টায় প্রশিক্ষণ শুরু হবে।

এই অবস্থায় ওই প্রশিক্ষণে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ইইউডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।