ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ঘেরের ঘরে মিলল মাছ চাষির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
বাগেরহাটে ঘেরের ঘরে মিলল মাছ চাষির মরদেহ

বাগেরহাট: বাগেরহাটে মৎস্য ঘের পাহারার (গই ঘর) ঘর থেকে সালাম হাওলাদার (৫৭) নামে এক মাছ চাষির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার রাকালগাছি ইউনিয়নের সুনগর এলাকায় নিজ ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালাম হাওলাদার ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের মৃত ছায়েদ আলী হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বাগেরহাট সদরের চুলকাঠি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র ঘোষ বলেন, সালাম হাওলাদার সুনগর এলাকার আবেদ হাওলাদারের জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে খাবার শেষে ঘের পাহারার ঘরে ঘুমিয়ে ছিলেন সালাম হাওলাদার। পরে সকালে ঘুম থেকে উঠে বাড়ি না ফেরায় তার স্বজনরা ঘেরে যান। দরজা ভেঙে খাটের নিচে সালাম হাওলাদারের মরদেহ দেখতে পান তারা।

নিহত সালামের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।