ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে কুয়েতের পথে পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে কুয়েতের পথে পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মাতলাক আল আদওয়ানি পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান।

ড. মোমেন কুয়েতে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এ সংক্রান্ত দেশটির সরকার আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি আগামীকাল সকালে ঢাকায় ফিরবেন।

এ সফরে পররাষ্ট্রমন্ত্রী তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।