ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কবিরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
কবিরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু ছায়েদ মানিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ২ জন।

 

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর-মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আবু ছায়েদ মানিক কোম্পানীগঞ্জ উপজলোর চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওয়ানা দেন মানিক। যাত্রাপথে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর-মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মানিক মারা যান।   

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।