ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট: জেলার গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিছানাকান্দি সীমান্তে ১২৬৩ মেইন পিলারের ৪০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ওই যুবক ভারতের অভ্যন্তরে চিনির চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত। চিনির চালান আনতে ভারতের অভ্যন্তরে ঢুকলে বিএসএফ এর গুলিতে তিনি নিহত হন। তার মরদেহ স্বজনরা নিয়ে এসেছেন। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এদিকে, ঘটনাটি জানতে পেরে গোয়াইনঘাট থানা পুলিশ নিহত ওই যুবকের বাড়িতে যায়। তবে নিহত যুবকের মরদেহ স্বজনরা সরিয়ে নিয়েছেন বলে স্থানীয়রা জানান।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।