হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ১২০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগুলোর অধিকাংশ ঢাকা-সিলেট মহাসড়কে ঘটেছে।
২০২৩ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এসব দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন জেলার মাধবপুর উপজেলায়।
এর মধ্যে মাধবপুর উপজেলায় ৩১ জন, বাহুবলে ২৩, চুনারুঘাটে ১৭, শায়েস্তাগঞ্জে ১২, নবীগঞ্জে ১১, বানিয়াচংয়ে নয়, লাখাইয়ে সাত, আজমিরীগঞ্জে দুই ও সদর উপজেলায় আটজনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১২টি শিশু ও ৯০ জন পুরুষ। এদের অধিকাংশই মারা যান মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায়।
গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
স্থানীয়রা বলছেন, ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ তিন চাকার গাড়ি (ত্রি-হুইলার) চলাচল নিষিদ্ধ হলেও হবিগঞ্জ অংশে এসব যানবাহন দিনরাত চলছে। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন করলে দুর্ঘটনা কমে যেত।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসআই