ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
মাগুরায় গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

মাগুরা: মাগুরা মহম্মদপুর উপজেলা পানিঘাটায় পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুবজ মোল্ল্যা ও হৃদয় মোল্ল্যা নামে আপন দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি আশিকুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০১ জানুয়ারি) দুপুরে সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় পূর্ব শত্রুতার জেরে আসামি আশিকুর রহমান (১৭) রাতে পানিঘাটার ঢোকচান্দের মাঠে নিহতের ডেকে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে অন্যান্য সহযোগীদের সহায়তায় ধারালো অস্ত্র দিয়ে তাদের দুইজনকে গলা কেটে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামি পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যা আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

আরও পড়ুন: মাগুরায় দুই ভাইকে গলা কেটে হত্যা

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।