ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় নিহত ৩

অস্থায়ী সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
সুনামগঞ্জে গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় নিহত ৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাছবাহী পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কে বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।

আহতরা হলেন– চালক মো. জাহাঙ্গীর (৩০) ও তার সহকারী মো. শাহিনুর মিয়া (১৮)। তারা দুজনের বাড়িই শান্তিগঞ্জ উপজেলার জিবদারা গ্রামে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।