ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেতন-ভাতার দাবিতে কুমিল্লায় সাড়ে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
বেতন-ভাতার দাবিতে কুমিল্লায় সাড়ে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

কুমিল্লা: বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডেনিম প্রসেসিং প্ল্যান্ট পোশাক কারখানার শ্রমিকরা। মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশহর এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে রাখেন তারা। অবরোধের সময় মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।  

ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিক শাহাদাত হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। গত তিন মাস ধরে তারা আমাদের কথাও শুনছে না। তাই বাধ্য হয়ে মহাসড়কে নেমেছি।

ডেনিম প্রসেসিং প্ল্যান্টের জরুরি নম্বরে যোগাযোগ করা হলে এ বিষয়ে বক্তব্য দিতে কেউ রাজি হননি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ বলেন, গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরে কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে মহাসড়ক ছেড়ে গেছেন শ্রমিকরা। বর্তমানে যানজট নেই। তবে সামান্য ধীরগতি আছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।