ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরবে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকার বিদেশি কূটনীতিকদের নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ব্রিফিং করবে নির্বাচন কমিশন।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তাদের ব্রিফ করবেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার বিদেশি কূটনীতিকদের জন্য এ ব্রিফিংয়ের আয়োজনে সহায়তা করেছে।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
টিআর/আরএইচ