ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকার সাইদুরের হাসকিং মিলে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি রাণী দাস (৪৫), তার মেয়ে পূজা দাস (১১) ও ভাইয়ের ছেলে পলক দাস (১২)৷ 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে সাইদুরের মিলে ধান সিদ্ধ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে গিয়ে রাস্তার অপর পাশের মাঠে পড়ে। এর আঘাতে ওই মাঠে বসে থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান।  

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।