ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএমপির এডিসি জ্যোতির্ময় সরকার আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
ডিএমপির এডিসি জ্যোতির্ময় সরকার আর নেই

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার আর নেই।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জ্যোতির্ময় সরকার ১৯৮২ সালের ১২ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানাধীন মধ্যনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৩০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

জ্যোতির্ময় সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, মরহুমের সহকর্মী, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

আইজিপি জ্যোতির্ময় সরকারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ৩০তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল ফিউনারেল গার্ড প্রদান করেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এডিসি জ্যোতির্ময় সরকারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি জ্যোতির্ময় সরকারের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, জানুয়া‌রি ০৫, ২০২৪
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।