ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারাদারের গায়ে আগুন দিল দুর্বৃত্তরা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
খুলনায় নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারাদারের গায়ে আগুন দিল দুর্বৃত্তরা 

খুলনা: খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আহত হাসান ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হাসান ফরাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয় শুক্রবার ( ৫জানুয়ারি) খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মমতাজুল হক জানান,  বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে ২-৩ জন দুর্বৃত্ত কেরোসিন ছুড়ে মারে। এরপর তারা আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশে কিছু অংশ পুড়ে যায়।

আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এমআরএম/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।