ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্বাচন ঘিরে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি মালয়েশিয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
নির্বাচন ঘিরে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি মালয়েশিয়ার

ঢাকা: বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিয়েছে মালয়েশিয়া। শুক্রবার (৫ জানুয়ারি) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত সতর্কতা জারি করেছে।

এতে উল্লেখ করা হয়, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ৭ জানুয়ারি বাংলাদেশের   ১২ তম সাধারণ নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

মালয়েশিয়ানদের এ দিনে বাংলাদেশে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশে বসবাসকারী মালয়েশিয়ানদের অবশ্যই সতর্ক থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক সমাবেশ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।

মালয়েশিয়ানরা যাদের কনস্যুলার সহায়তার প্রয়োজন তাদেরকে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
টি আর/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।