ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ভোটকেন্দ্রে আগুন দিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
নওগাঁয় ভোটকেন্দ্রে আগুন দিল দুর্বৃত্তরা

নওগাঁ: নওগাঁ শহরের মরছুলা বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

 

খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হাসমত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে আগুন ছুড়ে মাড়ে। এসময় আগুনে কেন্দ্রের ৪ নম্বর বুথের গোপন কক্ষ পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার ও পুলিশ সদস্যরা পানি ঢেলে নিভিয়ে ফেলেন।  

জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্যই এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।