ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মগবাজারের ট্রেনে ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
মগবাজারের ট্রেনে ধাক্কায় যুবক নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মগবাজার রেলগেটে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মঈন আহমেদ জানান, ট্রেন আসতে দেখে মগবাজার রেলগেটে গেটবার নামানো ছিল। তখন ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলগেট পার হচ্ছিলেন। এমন সময় ট্রেনের ধাক্কা লেগে ছিটকে পড়েন।

তখন তাকে উদ্ধার করে প্রথমে ইনসাফ বারাকা হাসপাতলে নিয়ে যান তিনি। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে তার পকেটে থাকা বাসের একটি টিকিটের মধ্যে শাকিল নাম লেখা রয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।