ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে কৃষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
কক্সবাজারে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে কৃষক নিহত প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাপিতখালীতে লাইটার ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) ভোরে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা।

নিহত আব্দুস সালাম (৪০) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমছড়ি এলাকার খেছু মিয়ার ছেলে। পেশায় কৃষক এ যুবক কাজের উদ্দেশে ঈদগাঁওতে এসেছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের বরাতে শুভরঞ্জন বলেন, ভোরে চট্টগ্রাম থেকে আসা একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যেবক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। এ সময় ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় ঘন কুয়াশায় রেললাইন পার হওয়ার এক ব্যক্তি কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।

শুভরঞ্জন জানান, কৃষকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।