ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোগী দেখার সময় ডাক্তারের মৃত্যু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
রোগী দেখার সময় ডাক্তারের মৃত্যু

মৌলভীবাজার: রোগী দেখার সময় মারা গেলেন ডা. শফিক উদ্দিন আহমদ। তিনি ছিলেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন।

 

বুধবার (১০ জানুয়ারি) মৌলভীবাজার শহরের কাশিনাথ রোড এলাকায় রোগী দেখার সময় এ ঘটনা ঘটে।  

ডা. শফিক উদ্দিন আহমদের মৃত্যুতে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।


প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে পুরো পরিবার, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী গভীরভাবে শোকাহত।

পরিবারিক সূত্রে জানা গেছে, তিনি খুব হাসিখুশি ও রোগীবান্ধব চিকিৎসক ছিলেন। বাসায় নিয়মিত রোগী দেখতেন। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। বুধবার বাসায় রোগী দেখছিলেন। দুপুর ২টা ৫ মিনিটের দিকে তিনি রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে পড়েন। ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।  

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ছিলেন ডা. শফিক উদ্দিন আহমদ। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে।  

মরহুমের জানাজার সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
বিবিবি/এসএএইচ                    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।