ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বস্তিতে আগুন: মর্গে নারী-শিশুর লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
বস্তিতে আগুন: মর্গে নারী-শিশুর লাশ আগুনে পুড়ে ছাই কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার মোল্লাবাড়ী বস্তিতে আগুনের ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

তবে পুলিশ বলছে, আগুনের লাগার পরেও ওই বস্তি থেকে মা-ছেলেকে পাওয়া যাচ্ছে না।  

শুক্রবার  (১২ জানুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে জানান, লাশ দুটি আগুনে পোড়া।  লাশের একজনের হাতে থাকা চুরি দেখে বোঝা যাচ্ছে তিনি নারীও অপরজন ছেলে শিশু। এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া হাউজের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন দুটি মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোল্লা বাড়ির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মশিউর রহমান জানান, মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনার পর মা ছেলে মিসিং আছে। তবে যে লাশ দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো একেবারে পুড়ে গেছে। লাশ দুটো শনাক্ত করা যাচ্ছে না। হতে পারে লাশ দুটি মা ছেলের তবে নিশ্চিত নয়।

আরও পড়ুন >> কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে আগুনে মা-শিশুসন্তান দগ্ধ

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩ 
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।