ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
নারায়ণগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, বখাটের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে ১৭ বছরের এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক বখাটেকে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীনিবাসদী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের সব্দর আলীর ছেলে কাজল (৩০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, অভিযুক্ত কাজল ওই কিশোরীকে রাস্তায় একা পেয়ে অশালীন কথা বলাসহ শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় অভিযান পরিচালনা করে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।