ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুরমার তীরে মিলল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
সুরমার তীরে মিলল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ 

সিলেট: সিলেটে সুরমা নদীর তীর থেকে ফয়েজ আহমদ (২০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরের মেন্দিবাগসংলগ্ন নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত ফয়েজ আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুল বাঁক গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি নগরের সুবহানীঘাট এলাকায় একটি কলোনিতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।  

সিলেট মহনগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ নগরের মেন্দিবাগ সংলগ্ন সুরমা নদীর তীরে ফেলে গেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কারা ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অপরাধীদের দ্রুতেই গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।