ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
মুক্তাগাছায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় মো. শামীম হক (১৬) নামে এক চালককে হত‍্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।  

নিহত কিশোর উপজেলার তারাটি চরপাড়া গ্রামের সিরাজ আলীর ছেলে।

সে স্থানীয় দাখিল মাদরাসায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এই হত‍্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।  

নিহতের বাবা মো. সিরাজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলাটি দায়ের করেন।

এর আগে এদিন দুপুরে উপজেলার বিরাশি গ্রামের একটি ধান ক্ষেত থেকে এই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বাংলানিউজকে বলেন, নিহতের গলায় ফিতা প্যাঁচানো ছিল।
ধারণা করা হচ্ছে চালককে হত‍্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের বাবা সিরাজ মিয়া বলেন, লেখাপড়ার খরচ জোগাড় করতে অনেক কষ্ট হত। এ কারণেই মাদরাসা বন্ধ হলে সে নিজের লেখাপড়ার খরচ সংগ্রহের জন্য ভাড়ায় অটোরিকশা চালাত। কিন্তু দুর্বৃত্তরা আমার ছেলের স্বপ্ন বাস্তবায়ন করতে দিল না। আমি ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

তিনি আরও বলেন, শুক্রবার মাদরাসা বন্ধ থাকায় সকালে অটোরিকশা নিয়ে বের হয় সে। পরে বিকেলে আমাকে ফোন করে জানায়- আজ সে তার বোনের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া গ্রামে যাবে। তাই রাতে বাড়ি ফিরবে না। কিন্তু সকালে জানতে পারি আমার ছেলের লাশ ধান ক্ষেতে পড়ে আছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।