ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল সহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
মুজিবনগরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল সহ যুবক আটক

মেহেরপুর: ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জহির উদ্দিন হালসানা (২৭) নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে মুজিবনগর উপজেলার বটতলার মোড় মুজিবনগর হেলিপ্যাডের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক জহির উদ্দিন মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের ছয়রুদ্দিন  হালসানার ছেলে।

জেলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. তরিকুল ইসলামের নেতৃত্ব এসআই (নি.) অরুণ কুমার দাস  এএস আই (নি.) মোহাম্মদ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেন।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় রাতেই ডিবি পুলিশের পক্ষ থেকে মুজিবনগর থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।