ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিত্রা নদীতে ভাসছিল নিখোঁজ জেলের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
চিত্রা নদীতে ভাসছিল নিখোঁজ জেলের মরদেহ  প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটে চিত্রা নদী থেকে এসকেন্দার শেখ (৬৫) নামে নিখোঁজ এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জেলা সদর উপজেলার বিষ্ণুপুর পানিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন জেলে এসকেন্দার শেখ।   

এসকেন্দার একই উপজেলার বিষ্ণুপুর বড় সিংরাম গ্রামে বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।  

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে এসকেন্দার শেখের মরদেহ হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।