ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উখিয়ায় টয়লেটের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
উখিয়ায় টয়লেটের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু 

কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা শিবিরে টয়লেটের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নুরুল বশর (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

নিহত নুরুল বশর উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি একজন পরিচ্ছন্নতা কর্মী।

অসুস্থ ব্যক্তি কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বুধবার বিকেলে উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকের একটি টয়লেটের ট্যাংক পরিষ্কার করছিলেন কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী। এসময় নুরুল বশর ট্যাংকের ভেতরে পড়ে যান। তাকে উদ্ধার করে আরেক কর্মী ভেতরে নামেন।  
এতে দুজনই ট্যাংকের ভেতরে অসুস্থ হয়ে যান। পরে খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।  

ওসি জানান, অসুস্থ ব্যক্তিকে স্থানীয়রা প্রথমে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আইওএম পরিচালিত হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এসবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।